শিরোনাম :

ডমিঙ্গোর প্রশংসা করলেন পাপন

ডমিঙ্গোর প্রশংসা করলেন পাপন
Admin

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার অধীনেই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন টাইগাররা। সবশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস রচনা করেছে তামিম-সাকিবরা। তবে ডারবান টেস্টে টস জিতলেও প্রথমে ফিল্ডিং নেওয়ায় সমালোচনা হচ্ছে। কোচ এবং অধিনায়ক মুমিনুলকে কাঠগড়ায় তুলছেন ক্রিকেটপ্রেমীরা। তবে বাস্তবতা হলো, টস জিতলে প্রথমে ব্যাটিং নিতে বলেছিলেন রাসেল ডমিঙ্গো। আর মুমিনুলও তাতে রাজি ছিলেন। কিন্তু দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ও মুশফিক তা চাননি। আর তাই ‘বাধ্য’ হয়ে টস জিতলেও মুমিনুল প্রথমে ফিল্ডিং নেন। ব্যাটিং ব্যর্থতায় ডারবান টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দল হারলে ব্যর্থতার সব দায়ভার চাপিয়ে দেওয়া হয় কোচের ওপর। তবে বিসিবি সভাপতি এবার ঢাল হয়ে দাঁড়ালেন। তিনি সাফ জানিয়ে দিলেন, রাসেল ডমিঙ্গো একজন দুর্দান্ত কোচ। ক্রিকবাজকে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যে কোনো খারাপ পারফরম্যান্সের পর আমরা শুধু শুধু ডমিঙ্গোকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটার কি তার কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে তারা (কোচরা) কী বলতে চায়! যেসব ক্রিকেটার ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারকে ডাকি, অন্তত ১১ জন বলবে ডমিঙ্গো দুর্দান্ত কোচ। দুই-তিনজন হয়তো আছে, যারা ভিন্ন কথা বলবে এবং কোচের কথা শোনে না।’