শিরোনাম :

চলে গেলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

চলে গেলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া
Admin

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া আর নেই।

শুক্রবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি প্রায় ৯ মাস ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ফজলে রাব্বী মিয়ার ভাতিজা মো. ফাহাদ রাব্বী সৈকত।

তিনি জানান, বাংলাদেশ সময় রাত ২টার (স্থানীয় সময় বিকেল ৪টা) দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত বছরের জুনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় নানা জটিলতা দেখা দেয়। ফলে উন্নত চিকিৎসার জন্য আগস্টে তাকে ভারত নেয়া হয়। এরপর সেখান থেকে তাকে নেয়া হয় ‍যুক্তরাষ্ট্রে।

ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের টানা সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৪৬ সালের ১৫ এপ্রিল জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

ডেপুটি স্পিকার মৃত্যুকালে তিন কন্যা ও নাতি নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। এর মধ্যে মেয়ে ফারজানা রাব্বী বুবলি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্ত্রী আনোয়ারা রাব্বী ২০২০ সালের ২৬ মে মারা গেছেন।

ফজলে রাব্বীর পরিবার-পরিজন দেশবাসীর কাছে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছে।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শোকবার্তায় তারা তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।