শিরোনাম :

আগাম টমেটো চাষে সবাইকে পথ দেখাচ্ছেন এক তরুণ

আগাম টমেটো চাষে সবাইকে পথ দেখাচ্ছেন এক তরুণ
Admin

খুলনার তেরখাদা উপজেলায় শীতকালীন আগাম জাতের টমেটো চাষ করে সফল হয়েছেন তরুণ চাষি চিত্ত বিশ্বাস। তার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে তেরখাদার আজগড়া গ্রামের অনেকেই এখন টমেটো চাষ করছেন। কৃষি বিভাগ বলছে, এই সাফল্য অনেক শিক্ষিত তরুণকে কৃষিমুখী করেছে। খুলনার তেরখাদার আজগড়া গ্রামের মাঠে ও ঘেরে যত দূর চোখ যায়, টমেটোর সমারোহ। সারি সারি গাছে সুতোর মাচায় ঝুলছে লাল টকটকে টমেটো। দেখলেই খেতে ইচ্ছে করে। ফলন ভাল হওয়ায় প্রতিবছরই বেড়েছে টমোটো চাষের পরিমাণ। তেরখাদার পাকা টমেটো এখন রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এখন সপ্তাহে দুই দিনের হাটে প্রায় ১০০ মণ টমেটো বিক্রি হচ্ছে। চিত্ত বিশ্বাসের সাফল্য উদ্যোগী করেছে আজগড়া গ্রামের অনেক চাষিকে। টমেটো তুলে ভালোভাবেই সংসার চলছে মজুরদের। হাটের ইজারাদার জানান, প্রতি হাটে এক থেকে দেড় কোটি টাকার টমেটো বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  জানান, টমেটো চাষের সাফল্য উপজেলার তরুণদের কৃষিমুখি করেছে। তেরখাদা উপজেলায় প্রায় ১৫/১৬ হাজার টমেটো চাষি রয়েছে।-এসএন24