শিরোনাম :

বগুড়ার শাজাহানপুরে বাসের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

বগুড়ার শাজাহানপুরে বাসের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
Admin

বগুড়ার শাজাহানপুরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী।

উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস আলী দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত চারজনের মধ্যে তিন পুরুষ, এক নারী ও এক শিশু রয়েছে, যাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহত এক পুরুষ ও শিশুটিকে বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে দুপুর ১টা ৫৫ মিনিটে ৯ বছর বয়সী শিশুটির মৃত্যু বলে জানান ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির টিএসআই লালন হোসেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে বাসের পেছনের অংশ পুড়ে যায়।

এএসআই আব্বাস আলী জানান, গাইবান্ধা থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে সুজাবাদ দহপাড়ায় অটোরিকশাকে চাপা দেয় বাসটি।

পুলিশের এ কর্মকর্তা জানান, বাসচাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রা বলছে, সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে, তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’