শিরোনাম :

নাভিশ্বাস ওঠানো তাপমাত্রা কমবে কবে

নাভিশ্বাস ওঠানো তাপমাত্রা কমবে কবে
Admin

সারা দেশের তাপমাত্রা ১৬ এপ্রিল পর্যন্ত একই রকম থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ১৭ এপ্রিল বৃষ্টি হতে পারে দুই-এক জায়গায়।

রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ ওমর ফারুক বুধবার বেলা ১১টার দিকে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ এপ্রিল পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে। ১৭ এপ্রিল দুই-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে এটি তাপমাত্রার ওপর তেমন প্রভাব ফেলবে না।

এ আবহাওয়াবিদ জানান, ২৪ এপ্রিল দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কমে আসতে পারে তাপমাত্রা।

কয়েক দিন ধরে দেশজুড়ে তাপমাত্রা বেড়ে নাভিশ্বাস উঠেছে মানুষের। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ গরমে ঘর থেকে বের হলেই গায়ে আগুন ধরার মতো অনুভূতি হচ্ছে। রমজানের শেষের দিকে এসে খরতাপে হাঁপিয়ে উঠছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।