শিরোনাম :

গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, সশস্ত্র সংগঠনগুলো

গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, সশস্ত্র সংগঠনগুলো
Admin

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উপত্যকার সশস্ত্র একাধিক সংগঠন ও ইসরায়েল।

স্থানীয় সময় বুধবার ভোর থেকে তা কার্যকর হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

ইসরায়েলের কারাগারে অনশনে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের আলোচিত নেতা খাদের আদনানের মৃত্যু হয় মঙ্গলবার। এর জেরে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছোড়ে ইসলামিক জিহাদ। জবাবে বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসলামিক জিহাদের মুখপাত্র তারেক সেলমি জানান, দুই পক্ষ একই সময়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার ভোর থেকে সংঘাত বন্ধ রয়েছে।

ফিলিস্তিনের একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজায় ‘ইসরায়েলি আগ্রাসন’ বন্ধে মিসর, কাতার ও জাতিসংঘের সঙ্গে আলোচনা করেছে উপত্যকার শাসক দল হামাস।

এর আগে খাদের আদনানের মৃত্যুর পর যৌথ বার্তায় হামাস ও ইসলামিক জিহাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, রকেট হামলা প্রাথমিক পদক্ষেপ মাত্র। এর জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।

ইসরায়েলের সামরিক বাহিনীর সূত্রের ভাষ্য, গাজা থেকে কমপক্ষে ৩০টি রকেট ছোড়া হয়েছে। এতে ইসরাইলের তিন নাগরিক আহত হন।

গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।