শিরোনাম :

তুরস্কে নির্বাচন

তুরস্কে নির্বাচন
Admin

তুরস্কে রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাননি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ কারণে দ্বিতীয় দফায় গড়াতে পারে ভোট।

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনে প্রায় সব ভোট গণনা হয়েছে। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৪৯ শতাংশ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৭৯ শতাংশ ভোট।

দুই প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৮ মে দ্বিতীয় দফায় ভোট হবে।

নির্বাচনের রাতে তুরস্কের রাজধানী আঙ্কারায় একে পার্টির সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে এরদোয়ান বলেন, দ্বিতীয় দফা ভোটের জন্য তিনি প্রস্তুত, তবে এখনও সুনিশ্চিত বিজয়ের সম্ভাবনা আছে তার।

অন্যদিকে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু বলেছেন, দ্বিতীয় দফায় ভোট হলে জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

সিএইচপির এ প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন, এরদোয়ান জনগণের আস্থা ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

আকাশছোঁয়া মূল্যস্ফীতি ও অর্ধলক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়া ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল জনমত জরিপগুলোতে।