শিরোনাম :

পেরুতে মিলল ১২শ বছর আগের মমি

পেরুতে মিলল ১২শ বছর আগের মমি
Admin

লাতিন আমেরিকার দেশ পেরুতে পাওয়া গেছে প্রায় ১২শ বছর আগের মমি। প্রাপ্ত মমিগুলোর মধ্যে আট শিশু ও ১২ জন প্রাপ্ত বয়সীর বলে জানিয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। পেরুর রাজধানী লিমার পূর্বাঞ্চলের প্রাক-ইনকা সভ্যতার নিদর্শন কাজামারকুইলা ভবন থেকে এসব মমি উদ্ধার করা হয়েছে বলে গত মঙ্গলবার জানিয়েছেন সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিকরা। এসব মমি কাজামারকুইলা ভবনের বাইরে ভূগর্ভস্থ সমাধিতে পাওয়া গেছে; যেখানে গত বছরের নভেম্বরে পেরুর স্যান মারকোস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রাচীন আমলের কিছু মমি খুঁজে পেয়েছিলেন। উদ্ধারকৃত মমিগুলোর মধ্যে একজনের দেহ রশি দিয়ে বাঁধা ছিল; যা কোনো ভিআইপির বলে ধারণা করা হচ্ছে।