শিরোনাম :

রাশিয়ার ২০০ সেনাকে আটক করেছে ইউক্রেন

রাশিয়ার ২০০ সেনাকে আটক করেছে ইউক্রেন
Admin

আধুনিক সামরিক অস্ত্রে সুসজ্জিত ২০০ রুশ সেনাকে আটক করেছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার ওয়াশিংটনে এমন দাবিই করেছেন ইউক্রেনের মেজর জেনারেল বরিস ক্রিমিনেৎস্কি।

ওয়াশিংটনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ২০০ রুশ সেনাকে আটক করেছি। যাদের অনেকের বয়স আবার ১৯ বছর। তারা সবাইকে ভালোভাবে সামরিক প্রশিক্ষণও দেওয়া হয়নি। আমরা জেনেভা কনভেশন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাদের সাথে ভালো আচরণ করছি।’

এমনকি আটক সেনাদের তার পরিবারের সাথে কথা বলতে দেয়া হচ্ছে বলেও দাবি করেছেন ক্রিমিনেৎস্কি। 

 

যুক্তরাষ্ট্রে ইউক্রেন দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তা হিসেবে কাজ করছেন এই মেজর। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাথে নিবিড়ভাবে কাজ করার কথাও জানিয়েছেন ক্রিমিনেৎস্কি। তার দাবি, রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনের আরও সামরিক সহায়তা চাই।

তিনি বলেন, ‘এখন খুব সংকটজনক অবস্থা চলছে। আমাদের আরও সক্ষমতা অর্জন করা চাই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের কাছে থেকে এ পর্যন্ত যে সহায়তা আমরা পেয়েছি, তার সঠিক ব্যবহার আমরা করেছি।’