শিরোনাম :

চীনের ১২ দফা: শির সঙ্গে বসতে চান জেলেনস্কি

চীনের ১২ দফা: শির সঙ্গে বসতে চান জেলেনস্কি
Admin

ইউক্রেনে শান্তি ফেরাতে চীনের ১২ দফা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পূর্ব এশিয়ার দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত রাষ্ট্রটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে রুশ হামলার বার্ষিকীতে দেয়া বক্তব্যে জেলেনস্কি তার এ আগ্রহের কথা জানান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, যাকে ‘বিশেষ সামরিক অভিযান’ আখ্যা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান।

ওই হামলার বার্ষিকীর দিন শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ দফা প্রস্তাব প্রকাশ করে, যাতে ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়।

দফাগুলোতে রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার তাগিদ দেয় চীন। দেশটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডোর স্থাপনের ওপর জোর দেয়। একই সঙ্গে ইউক্রেন থেকে শস্য রপ্তানি নিশ্চিতের পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় বৈশ্বিক পরাশক্তিটি।

১২ দফা প্রকাশের দিনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘সংঘাত ও যুদ্ধে কারও লাভ নেই।’

যুদ্ধ বন্ধে রাশিয়ার ঘনিষ্ঠ রাষ্ট্রটির দূতিয়ালির আগ্রহের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, চীন যে শান্তির পথ খুঁজছে, প্রস্তাবটি তার ইঙ্গিত।

‘আমি সত্যিকার অর্থেই বিশ্বাস করতে চাই, রাশিয়াকে অস্ত্র দেবে না চীন’, বলেন জেলেনস্কি।