শিরোনাম :

পাকিস্তানে ইরানের বিমান হামলা, নিহত ২

পাকিস্তানে ইরানের বিমান হামলা, নিহত ২
Admin

ইরানের বিমান হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান।

স্থানীয় সময় মঙ্গলবারের এই হামলাকে অবৈধ কাজ মন্তব্য করে এর জন্য কঠিন পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

তবে ইরানের দাবি, জঙ্গিগোষ্ঠী জয়েশ আল-আদলের সঙ্গে সম্পৃক্ত দুটি ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবিসি বলছে, গত কদিনের মধ্যে ইরানের পক্ষ থেকে পাশ্ববর্তী কোনো দেশে এটি তৃতীয় হামলা। এর আগে ইরাক ও সিরিয়ায় হামলায় চালিয়েছে ইরান।

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রায় নজিরবিহীন। মঙ্গলবার দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে হামলা হয়েছে।

হামলার ঘটনায় বিবৃতি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ইরান কর্তৃক তাদের আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র নিন্দা করেছে।

ঘটনাটিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ অভিহিত করে পাকিস্তান বলেছে, পাকিস্তান ও ইরানের মধ্যে যোগাযোগের বেশ কয়েকটি চ্যানেল থাকা সত্ত্বেও এই হামলা হয়েছে।