শিরোনাম :

চলছে ১২শ জাতীয় নির্বাচন

চলছে ১২শ জাতীয় নির্বাচন
Admin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। সে হিসাবে সংসদের তিন শ’আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট এক হাজার ৯৬৯ জন প্রার্থী।

দেশজুড়ে ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোট চলবে। দুই লাখ ৬০ হাজার ৮৫৮ ভোট কক্ষে ব্যালটে ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোটগণনা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এছাড়া ট্রান্সজেন্ডার রয়েছেন ৮৪৯ জন।

এবারের নির্বাচনে ২৯৯ আসনের হিসাবে এসব আসনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০জন। বাকি ৮৪৮ জন ট্রান্সজেন্ডার।

নির্বাচনের দিন ভোট গ্রহণের কাজে ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকছেন। এছাড়াও এক লাখ কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ডবাই থাকছেন। মাঠে আছেন ৩ হাজার ম্যাজিস্ট্রেট ও বিচারক, যারা যেকোনো অপরাধে তাৎক্ষণিক শাস্তি দিতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভোট কেন্দ্র, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভবনের নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘এবারের নির্বাচনে সর্বাধিকসংখ্যক প্রার্থী অংশগ্রহণ করছেন। উৎসবমুখর ভোট হবে এটাই আশা।’ নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান এবং ভোটাররা যাতে ভোটকেন্দ্রে অবাধে যাতায়াত করতে পারেন সেজন্য মাঠ পর্যায়ে পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড মিলে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।