শিরোনাম :

২৫ মন্ত্রী ১১ প্রতিমন্ত্রীর শপথ সন্ধ্যায়

২৫ মন্ত্রী ১১ প্রতিমন্ত্রীর শপথ সন্ধ্যায়
Admin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দিতে ডাক পেয়েছেন নতুন-পুরোনো মিলিয়ে ৩৬ জন।

বঙ্গভবনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ নবগঠিত মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৭।

শপথের জন্য ডাক পাওয়াদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা শপথের পর জানা যাবে।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বুধবার রাতে নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়াদের নাম জানান।

তিনি বলেন, ‘আমি মোট ২৫ জন্য পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নামের তালিকা পেয়েছি। ইতোমধ্যে সংশ্লিষ্টদের ফোন করে বিষয়টি জানানো হয়েছে।’

মন্ত্রী

মন্ত্রিপরিষদ সচিবের দেয়া তথ্য অনুযায়ী, পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, তাজুল ইসলাম, ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আবদুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, আবদুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন।

ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন।

প্রতিমন্ত্রী

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন সরকারের প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ এ আরাফাত, মহিবুর রহমান, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল টিটু ও খালিদ মাহমুদ চৌধুরী।