সুস্থ বিনোদন হিসাবে ফটোগ্রাফী
ফটোগ্রাফী শুরু হয় শখ থেকে, ধিরে ধিরে শথ নেশায় পুরিনত হয়। কেউ কেউ পেশা হিসাবেও নেয়। কিন্তু সবচেয়ে বড় কথা এটি একটি সুস্থ্য বিনোদনের মাধ্যম। এখনকার সময়ে অল্পবয়সেই অনলাইন, ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাদকের নেশা সহজলভ্য হওয়ায় আগামী প্রজন্ম ধ্বংশের দিকে এগিয়ে যাচ্ছে।
একথা সত্য মানব জীবনে বিনোদনের প্রয়োজন আছে। কিন্তু সেই বিনোদনটি হতে হবে সুস্থ্য ও অক্ষতিকর। এক্ষেত্রে ফটোগ্রাফী একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। তাছাড়া ফটোগ্রাফী ইতিহাস, সৌন্দর্য এবং স্মৃতিধারনে একটি মাধ্যম। তাই আপনার সন্তানকে অসুস্থ্য ধারা থেকে দুরে রাখতে আজই তার হাতে একটি ক্যামেরা তুলি দিন।