শিরোনাম :

চলতি মাসেই দেশে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের স্মার্টফোন

চলতি মাসেই দেশে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের স্মার্টফোন
Admin

তরুণ প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে রিয়েলমি সম্প্রতি বিশ্ব বাজারে প্রথমবারের মতো ৬ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সম্বলিত স্মার্টফোন উন্মোচন করেছে। এ স্মার্টফোনটি  রিয়েলমি ৯ সিরিজের প্রথম ডিভাইস, যা চলতি বছর বৈশ্বিকভাবে উন্মোচন করা হয়।

জানা গেছে, এ বছর ফেব্রুয়ারি মাসে দেশের বাজারে ৯ সিরিজের প্রথম ডিভাইস উন্মোচনের পরিকল্পনা রয়েছে রিয়েলমির। স্ন্যাপড্রাগন ৬৮০ বাংলাদেশের বাজারের জন্যও হতে যাচ্ছে প্রথম প্রসেসর।

লঞ্চ হতে যাওয়া স্মার্টফোনটি তরুণদের ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে, কারণ এতে অত্যাধুনিক ৬ ন্যানোমিটারের ফোরজি প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৮০ ব্যবহার করা হয়েছে। এতে ৬২ শতাংশ কম শক্তি খরচ হবে এবং যা ১২ ন্যানোমিটার প্রসেসরের চেয়েও ৪৬ শতাংশ বেশি পারফরম্যান্স প্রদান করবে।

স্ন্যাপড্রাগন ৬৮০ সিপিউ পারফরম্যান্স ২৫ শতাংশ বাড়াবে, খুব দ্রুততার সঙ্গে যেকোনো অ্যাপ ব্যবহার করতে সাহায্য করবে, অ্যাপগুলোর ব্যবহার আরো স্মুথ হবে এবং পেজ লোডিং হবে ঝামেলাবিহীন। জিপিউ পারফরম্যান্স ১০ শতাংশ বৃদ্ধির ফলে ডিভাইসটি উন্নতমানের ফ্রেম রেট, নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এছাড়াও, এ ফোনে থাকবে ডার্ট চার্জিং সুবিধা, হাই রিফ্রেশ রেটের অ্যাডাপ্টিভ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং নাইটস্কেপ ক্যামেরা।