যারা ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার। তাদের জমি ও গৃহ ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হস্তান্তর হয় গত ২৬ এপ্রিল, সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয় এর খুলনা উপ পরিচালক মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদ উজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন।
আইসিটি কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বন কর্মকর্তা মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ মো: রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা পারভরজ, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এসআই কামরুজ্জামান, তথ্য সেবা আপা দিলশান আরা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ন, মুক্তিযোদ্ধা আঃ মালেক, সন্তোস চিন্তা পাত্র, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আনসার ভিডিপি সহকারি কর্মকর্তা বিপুল গাজি, সাবেক মেম্বর বিনয় কৃষ্ণ হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দর উপস্থিতে অনুষ্ঠান সম্পন্ন হয়।
৩য় পর্যায়ে রূপসা উপজেলায় প্রতিটি ঘর ২ লক্ষ ৫৯ হাজর টাকা ব্যয়ের ১৪টি ঘর বিতরণ হয়।