নিউজ ডেস্ক: ২৩ তারিখ ২২ বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম লাইট সকাল ৯টা দুপুর ২ টা পর্যন্ত বন্যার্তদের সহায়তা করতে খুলনা জেলার রূপসা পূর্ব রূপসা ঘাটে সাহায্য চেয়ে বক্স নিয়ে দাঁড়িয়েছিল । ড্রীম লাইট এর এফ এম বুরহান জানান , অনেক মানুষ বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত কেউ ৫০০,কেউ ৩০০,কেউ ১০০ ,কেউ ৫০ এভাবে অনেকেই দিয়েছে । তবে "আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাহাত নামের ছোট নিষ্পাপ বাচ্চাটির ৭ টাকা দান" । ছোট রাহাত এর বাড়ি রূপসার কদমতলা এলাকায় ওর বাবা নেই মা অসুস্থ। প্রতিদিন রাহাত রূপসা ঘাটের আশেপাশে মানুষের কাছে হাত পাতে যা হয় তা দিয়ে ওর পরিবার মানে ও আর ওর মায়ের সংসার চলে । এফ এম বুরহান আরো বলেন, আমার খুব ইচ্ছা করছিল ওর জন্য কিছু করতে কিন্তু আমি ব্যর্থ । তবে মাঝে মাঝে যাবো রূপসা ঘাটে ওর সাথে গল্প করতে। পরে এফ এম রূপসার সকলের কাছে অনুরোধ করে বলেন, বাচ্চাটিকে একটু চোখে চোখে রাখবেন।মমতার হাত বাড়িয়ে দিবেন ওর দিকে।