আলী বানাত (রঃ) কেমন জীবনযাপন করতো? আমি, আপনি কল্পনাও করতে পারবো না। মিলিয়ন ডলারের বিজিনেস ছিল তার। সে যে ব্রেসলেটটা পরতো সেটার দাম বাংলদেশী টাকায় ৫০ লক্ষ, জুতা পরতো তার দাম লাখ টাকার উপরে, এমনকি আমরা যে চপ্পল পরি, এইরকম একটা চপ্পল সেও পরতো যার দাম ছিল ৬০০০০ টাকার মতো। ফেরারী স্পিডের মডেলের যে গাড়িটি সে চালাতো তার মূল্য ৫০ কোটির উপরে।
إِنَّ ٱللَّهَ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
(নিশ্চয় আল্লাহ্ যাকে চান বিনা হিসাবে রিয্ক দান করেন)
একদিন চা খেতে গিয়ে ফুসকা পড়লো, ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলো তার পুরো শরীরে ক্যান্সার নামক মরণ ব্যাধি বাসা বেঁধেছে, ডাক্তার সময় বেধেদিলো, এ জিন্দেগী শেষ হয়ে যাবে ৭ মাসের মধ্যেই
كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِۗ وَنَبْلُوكُم بِٱلشَّرِّ وَٱلْخَيْرِ فِتْنَةًۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
(প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে; আর ভাল ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে)
_________আল-আম্বিয়া ২১:৩৫
কল্পনা করুন, আকাশে উড়তে থাকা, অফুরন্ত প্রাচুর্যের মধ্যে থাকা একজন যুবকের মনে কেমন ধাক্কা লাগাতে পারে?
আল্লাহ্ তা'আলা আলীর উপর রহম করেছেন, তার মনটা ঘুরিয়ে দিয়েছেন!
وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَىٰ دَارِ ٱلسَّلَٰمِ وَيَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
আর আল্লাহ্ শান্তির আবাসের দিকে আহবান করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেন সরল পথের দিকে।
________ইউনুস ১০:২৫
ক্যান্সারটাকে সে আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার মনে করেছে, এর মাধ্যমে আল্লাহর দেয়া প্রতিটা নেয়ামতের গুরুত্ব বুঝেছে। 'মুসলিমস অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড' নামে প্রজেক্ট চালু করে সেখানে নিজে সব সম্পত্তি দান করে দিয়েছেন
وَأَنفِقُوا۟ مِن مَّا رَزَقْنَٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَآ أَخَّرْتَنِىٓ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ
আর আমি তোমাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে ব্যয় কর, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান-সদাকা করতাম। আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম।
__________আল-মুনাফিকূন ৬৩:১০
وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفْسًا إِذَا جَآءَ أَجَلُهَاۚ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
আর আল্লাহ্ কখনো কোন প্রাণকেই অবকাশ দেবেন না, যখন তার নির্ধারিত সময় এসে যাবে। আর তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ্ সম্যক অবহিত।
____________আল-মুনাফিকূন ৬৩:১১
সারা জাহানের মুসলিম তার মাগফেরাতের দুআ করেছেন, ইনশাল্লাহ হয়তো তিনি মুক্তি পেয়ে যাবেন।
এবার আমরা নিজেদের দিকে তাকাই : আলীর তাও বিত্ত বৈভব ছিল, সে ল্যাভিস লাইফ লিড করেছে আর আমাদের তো তাও নেই তারপরেও আমাদের জীবনযাপন, চিন্তা ভাবনা কত এলোমেলো। এখনো