শিরোনাম :

আত্মসমর্পণ করে জামিন পেলেন হাজি সেলিমপুত্র

আত্মসমর্পণ করে জামিন পেলেন হাজি সেলিমপুত্র
Admin

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে বৃহস্পতিবার তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

ইরফান সেলিমের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী প্রাণনাথ। শুনানি শেষে আদালত ইরফানকে জামিন দেয়।

এর আগে বুধবার একই আদালত ইরফান সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

মামলার অন্য আসামিরা হলেন ইরফানের দেহরক্ষী জাহিদুল মোল্লা, গাড়িচালক মিজানুর রহমান, মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু ও সহযোগী কাজী রিপন।

২০২০ সালের ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ওই সময় ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের গাড়ি তাকে ধাক্কা দেয়। এরপর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলতে চান।

তখন গাড়ি থেকে ইরফানের সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে ওয়াসিফকে কিল-ঘুষি মারার পাশাপাশি হত্যার হুমকি দেন। ওয়াসিফের স্ত্রীকেও গালিগালাজ করা হয়।

এ ঘটনার পরদিন ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ।