রাজধানীর নিকেতনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গোপাল মল্লিকের (২৮) মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, নিকেতনে এসি বিস্ফোরণের ঘটনায় গোপাল মল্লিকের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। মিজান (২০) নামে এক ব্যক্তি আগুনের ধোঁয়ায় অচেতন অবস্থায় এসেছিলেন। তার চিকিৎসা চলছে।
প্রাণ হারানো গোপালের বাবা দ্বিজেন মল্লিক জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার জয় নারায়ণপুর গ্রামে। তার ছেলে নিকেতনের এমএসকেএন ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানির অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
নিকেতনের ওই অফিসে শনিবার সকালে এসি বিস্ফোরণে দুজন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়।