খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা সদর থানার রূপসা এলাকায় অবস্থিত ওই কারখায় আগুন লাগে। রাত সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সেখানে দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, এক ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন ডাম্পিংয়ের কাজ (পুরোপুরি নেভানো) চলছে।
আগুনের সূত্রপাতের তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এখানে সালফার রক্ষিত ছিল। তাতে আগুন লেগে ধোয়া ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে, তা তদন্তের পর বলা যাবে।’
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, আগুনের ধোয়া নগরীর টুটপাড়া, লবণচরা, দোলখোলা, রূপসা, হাজী মহসীন রোডসহ আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে।