খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামে ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় আঃ ওহাবের ভাড়াটিয়া বাড়ি থেকে প্লাস্টিকের ড্রামে রাখা পলিথিনে টেপে মোড়ানো ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রূপসা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, কিসমত খুলনা পুলিশ ক্যাম্প ফাড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন, কনস্টেবল মোঃ ইমন, মোঃ ইব্রাহিম, মোঃ সুজন সহ একদল পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে ২ কেজির প্যাকেটের ১০টি প্যাকেট মোট ২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেন অভিযানিক দল। আটকৃতরা হলেন (১) বিল্লাল হোসেন (৪০) পিতা- মৃত হানিফ হাওলাদার ,চাঁনমারি বাজার, ৩০ নং ওয়ার্ড ,খুলনা ও (২) আলতাফ হোসেন (৫৫), পিতা মৃত মোনতাজ উদ্দিন, সাং-নতুন বাজার, চর মসজিদ এলাকা খুলনা। বাড়ির মালিক আঃ ওহাব বলেন,গত ১ মাস আগে ৪ হাজার টাকা মাসিক ভাড়ায় তারা দু’টি রুম ভাড়া নেয়।
এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দানকারী রূপসা থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রক্রিয়া চলছে।