শিরোনাম :

অবরোধের শুরুতে চট্টগ্রামে বাসে আগুন

অবরোধের শুরুতে চট্টগ্রামে বাসে আগুন
Admin

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন চট্টগ্রাম নগরীর ইপিজেডে যাত্রী বেশে উঠে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, ‘সকাল ৬টার দিকে বাসটি সল্টগোলা থেকে ইপিজিডের দিকে যাচ্ছিল। এ সময় দুজন লোক যাত্রী বেশে উঠে বাসে আগুন দেয়।’

বাসে আগুন দেওয়ার খবর পেয়ে তৎক্ষনাণাৎ ঘটনাস্থলে যান ইপিজেড থানার উপপরিদর্শক সুমন বেলায়েত। তিনি নিউজবাংলাকে বলেন, ‘এসময় বাসে যাত্রী বেশি ছিল না, চালক ও চালকের সহকারী ছিল। সবাই প্রাণে বাঁচলেও বাসটি পুড়ে যায়। এমনকি বাসচালক জুয়েলের মোবাইলটিও বাসে ছিল, সেটিও পুড়ে গেছে।’

এই ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন ওসি হোসাইন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে নগরীর দামপাড়া এলাকায় সড়কের পাশে পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন লাগে। স্থানীয়রা ওই আগুন দুর্বৃত্তের দেয়া দাবি করলেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি খুলশী থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’