পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর কমার সর্বোচ্চ সীমা ২ শতাংশ বেধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।
তিনি বলেন, আগামী বুধবার (৯ মার্চ) থেকে শেয়ার দর কমার সর্বনিম্ন সীমা ২ শতাংশ কার্যকর হবে। তবে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে।
কমিশনার বলেন, বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতো দীর্ঘমেয়াদি হবে না। পরিস্থিতির উন্নতি হলে ২ শতাংশ সীমা তুলে নেওয়া হবে।
শেখ শামসুদ্দিন বলেন, সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা আজ থেকেই শুরু হয়েছে।
সংবাদ সম্মেলন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।