শিরোনাম :

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
Admin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক ব্রিফিংয়ে কাদের এ তথ্য জানান।

রেওয়াজ অনুযায়ী প্রতিটি জাতীয় নির্বাচনের আগে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেয়ার দিন জানালেও সময় উল্লেখ করেননি, তবে বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার নিয়ে সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের শেষ জনসভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

কাদের বলেন, ‘নির্বাচনে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, এবার নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছে। যেখানে তারা আচারণবিধি লঙ্ঘন দেখছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান।

ওই সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ অনেকে উপস্থিত ছিলেন।