ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে প্রত্যেক ঘণ্টায় দুজন করে মা প্রাণ হারাচ্ছেন বলে ইউএন উইমেনের শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
বিশ্বজুড়ে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে জাতিসংঘের আওতাধীন ইউএন উইমেন।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত হয় ২৪ হাজার ৬২০ ফিলিস্তিনি, যাদের ৭০ শতাংশই নারী কিংবা শিশু।
এতে উল্লেখ করা হয়, ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়েছে গাজার মোট জনসংখ্যার ৮৫ শতাংশ তথা ১৯ লাখ মানুষ। ইউএন উইমেনের হিসাব অনুযায়ী, তাদের মধ্যে প্রায় ১০ লাখ নারী ও মেয়ে।
প্রতিবেদনে বলা হয়, গাজার মোট জনসংখ্যা ২২ লাখের মতো, যারা তীব্র খাদ্য সংকটে ভুগছেন।
গাজায় প্রাণহানির ব্যাপকতা তুলে ধরতে গিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহুস বলেন, ‘এরা মানুষ, সংখ্যা নয় এবং আমরা তাদের রক্ষায় ব্যর্থ হচ্ছি।’
ইউএন উইমেন গাজার নারীদের ওপর যৌন সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, জড়িতদের দায়ী করার পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায়বিচার ও সহায়তা দিতে হবে।