বিগত দু’দিনে খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মেহেরপুরের ও একজন ঝিনাইদহের। এছাড়া বিগত দু’দিনে বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয় ১২৬ জনের। যার মধ্যে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ২৭ জন এবং শুক্রবার সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ৯৯জনের করোনা শনাক্ত হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় বিভাগে যে ২৭ জনের করোনা শনাক্ত হয় তার মধ্যে খুলনার ১৫ জন ও কুষ্টিয়ার ১২জন রয়েছেন। অর্থাৎ একদিনে বিভাগের অন্য আট জেলা ছিল করোনা শনাক্তমুক্ত। একই সময় ঝিনাইদহে একজনের মৃত্যু হয়।
এছাড়া আগের দিন অর্থাৎ শুক্রবার সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় যে ৯৯ জনের করোনা শনাক্ত হয় তার মধ্যে খুলনার ২১জন, বাগেরহাটের চারজন, সুতক্ষীরার দু’জন, যশোরের ১৮জন, নড়াইলের পাঁচজন, মাগুরার একজন, ঝিনাইদহের সাতজন, কুষ্টিয়ার ২৫জন, চুয়াডাঙ্গার সাতজন ও মেহেরপুরের নয়জন রয়েছেন। ওই সময়ে মেহেরপুরে করোনায় একজনের মৃত্যু হয় বলেও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান।