শিরোনাম :

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক
Admin

সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানটেপ এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে গাজিয়ান শহরে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থলের গভীরতা ১৭.৯ কিলোমিটার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের রাজধানী আঙ্কারাসহ বিভিন্ন শহর ও পার্শ্ববর্তী অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়।

কিছু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে, যাতে বেশ কিছু মানুষ আটকা পড়তে পারেন।

তুরস্কের দিয়ারবাকির থেকে বিবিসি প্রতিবেদক জানান, শহরের একটি শপিং মল ধসে পড়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিবিসির প্রযোজক রুশদি আবুআলোফ জানান, তার বাড়িতে ৪৫ সেকেন্ডের মতো কম্পন অনুভূত হয়েছে।

এদিকে তুরস্কের ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভূমিকম্পটি ৭.৪ মাত্রার।

তাদের ভাষ্য, প্রথম ভূমিকম্পের কয়েক মিনিট পর দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়।