যুক্তরাষ্ট্রের আকাশসীমা থেকে শুক্রবার গাড়ি আকৃতির অশনাক্তকৃত বস্তু ভূপাতিত করার এক দিন পর কানাডার আকাশ থেকে বেলানাকার বস্তু নামিয়ে আনার খবর জানিয়েছেন উত্তর আমেরিকার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বস্তুটি দেশটির ‘আকাশসীমা লঙ্ঘন’ করেছিল। উত্তর-পশ্চিম কানাডার ইউকন এলাকায় একে গুলি করে নামিয়ে আনা হয়।
ট্রুডো জানান, বস্তুটিকে খুঁজে পেতে তড়িঘড়ি করছিল কানাডা ও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলো, যাকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমান।
গত সপ্তাহে এ নিয়ে উত্তর আমেরিকার আকাশসীমায় থাকা তিনটি বস্তু ধ্বংস করল যুক্তরাষ্ট্র।
উড়তে উড়তে সাউথ ক্যারোলিনার সমুদ্রসীমায় আসা চীনের নজরদারি বেলুনকে গত ৪ ফেব্রুয়ারি ধ্বংস করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। স্থানীয় সময় শুক্রবার আলাস্কার আকাশসীমায় গাড়ি আকৃতির একটি অশনাক্তকৃত বস্তু ধ্বংস করে আমেরিকা।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো শনিবার জানান, তিনি আকাশসীমা থেকে বস্তুটিকে ভূপাতিত করার আদেশ দেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার কথা হয়েছে।
তিনি টুইটে লেখেন, ‘কানাডার বাহিনী এখন বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার ও এগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে।’
সূত্রঃ নিউজবাংলা24.কম