শিরোনাম :

করাচিতে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯

করাচিতে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯
Admin

পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর করাচিতে শুক্রবার রাতে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন।

জিয়ো টিভির প্রতিবেদনে জানানো হয়, পেশোয়ারে পুলিশ লাইনসে হামলার কয়েক সপ্তাহ পর করাচির শারিয়া ফয়সাল এলাকায় একই ধরনের ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে পাঁচ তলা ভবনটিকে বিপদমুক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিন জঙ্গি নিহত হন। অন্য দুজনকে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় কর্মকর্তারা জানান, হামলায় রেঞ্জার্স ও পুলিশসহ আরও চারজন নিহত হন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা, তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিয়ো নিউজকে বলেন, নিন্দা যথেষ্ট নয়।

প্রতিরক্ষামন্ত্রী জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন।

পুলিশপ্রধানের কার্যালয়ে হামলা শুরু হয় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা কয়েক ধাপে ভবনটিকে বিপদমুক্ত করেন। পুরো ভবনটিকে বিপদমুক্ত করা হয় রাত ১০টা ৪৬ মিনিটে।

হামলার পর কার্যালয়ের পাশে অবস্থান নেন পুলিশ স্নাইপাররা। ওই এলাকার সব বাতি বন্ধ করে দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জিয়ো নিউজকে বলেন, পুলিশের পোশাক পরে হামলাকারীরা কার্যালয়টিতে প্রবেশ করেন।

একই কায়দায় পেশোয়ারের মসজিদে ঢুকে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা, যাতে ৮০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়।