শিরোনাম :

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিলেন লক্ষাধিক শিক্ষার্থী

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিলেন লক্ষাধিক শিক্ষার্থী
Admin

দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়েছে।

রাজধানীর পাঁচটিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে শুক্রবার সকাল ১০টা থেকে একযোগে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় বেলা ১১টায়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ৩৯ হাজার ২১৭ জন।

সরকারি মেডিক্যালে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। সে হিসাবে আসনপ্রতি লড়েন ৩২ শিক্ষার্থী।

সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮ মেডিক্যাল কলেজে আসন ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েন ১২ পরীক্ষার্থী।

দেশে সরকারি মেডিক্যাল কলেজ ৩৭টি। সরকারি মেডিক্যালে এমবিবিএসে আসন চার হাজার ৩৫০টি।

এসব আসনে মেধা কোটায় তিন হাজার ৩৮৪, জেলা কোটায় ৮৪৬, বীর মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ এবং উপজাতি কোটায় ৩৩ জনের ভর্তির সুযোগ রয়েছে।

৭১টি বেসরকারি মেডিক্যাল কলেজে ছয় হাজার ৭৭২টি আসন রয়েছে।

যারা আবেদন করতে পেরেছিলেন

২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরেছেন, তবে শর্ত ছিল যে, এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হয়েছেন।

দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ হওয়ার শর্ত ছিল। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীরা দুটি পরীক্ষায় মোট জিপিএ আট হলেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে নির্বাচিত বলে গণ্য হন, তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০–এর কম পাওয়া ভর্তিচ্ছুরা আবেদন করতে পারেননি।

সবার জন্য এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হয়।

ভর্তি পরীক্ষায় পাওয়া নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা করা হবে।