শিরোনাম :

মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে মালয়েশিয়ায়

মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে মালয়েশিয়ায়
Admin

বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের সাজা ও আজীবন কারাদণ্ড বাতিলের একটি আইন মালয়েশিয়ার পার্লামেন্টেের নিম্নকক্ষে পাস হয়েছে। বিলটি এখন সংসদের উচ্চকক্ষে যাবে ও রাজার সম্মতিতে আইনে পরিণত হবে।

সোমবার পাস হওয়া আইনে গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের বিকল্পে বেত্রাঘাত এবং ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডের সাজার কথা বলা হয়।

নতুন প্রস্তাবিত আইনটি হত্যা ও মাদক পাচারসহ বর্তমানে মৃত্যুদণ্ডযোগ্য ৩৪টি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এদের মধ্যে ১১টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক শাস্তি ছিল।

মৃত্যুদণ্ড বাতিলের বিষয়ে মালয়েশিয়ার উপ-আইনমন্ত্রী রামকরপাল সিং বলেন, মৃত্যুদণ্ডের শাস্তি সেই ফল আনতে পারেনি যা আশা করা হচ্ছিল।
গত সপ্তাহে মালয়েশিয়ার পার্লামেন্টে মৃত্যুদণ্ড বাতিলবিষয়ক বিলটি উত্থাপিত হয়।

বিশ্বের ৫৩টি দেশের মধ্যে মালয়েশিয়াতেও মৃত্যুদণ্ডের বিধান ছিল। ওই অঞ্চলে চীন ও সিঙ্গাপুরেও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়।

মালয়েশিয়ার সরকারি হিসাব অনুযায়ী, ১৯৯২ থেকে ২০২৩ সাল পর্যন্ত মালয়েশিয়ায় এক হাজার ৩১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।