নিউজিল্যান্ডের একটি হোস্টেলে আগুন লেগে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির রাজধানী ওয়েলিংটনে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেনিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সও।
তিনি বলেন, আমার কাছে ভিন্ন তথ্যও আছে। ছয়জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং মনে হচ্ছে মৃতের সংখ্যা বাড়ারা সম্ভাবনা আছে।
ওয়েলিংটনের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট ম্যানেজার নিক পিয়াট স্থানীয় জানিয়েছেন, মধ্যরাতের পরপরই দমকলকর্মীরা হোস্টেলে ছুটে যান এবং ৫২ জনকে সরিয়ে নিতে সক্ষম হন।
আরও পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
ভবনটিতে সব মিলিয়ে ১০০ জনের মতো বাস করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।