চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রেশ এখনো কাটেনি। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদের দ্বন্দ্বে দুই প্রার্থী এখন উচ্চ আদালতে। ২২ ফেব্রুয়ারি যার শুনানি হবে আদালতে। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য প্রার্থী হয়ে জয় লাভ করেন অভিনেত্রী রোজিনা। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে কার্যনির্বাহী সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিমান ভেঙে সমিতির পদে ফিরছেন মিশা-জায়েদ প্যানেলের রোজিনা। তিনি বলেন, ‘আমি একজন শিল্পী। সামান্য একটা পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয়জীবনে দেখিনি। পরবর্তী সময়ে ডিপজল, আলীরাজ ভাইসহ কয়েকজন শিল্পী আমাকে বুঝিয়েছেন। তাই পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’ এমনকি নায়ক রুবেল পদত্যাগের কথা ভাবলেও সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন বলে জানান তাঁদের প্যানেলের নির্বাচিত জয় চৌধুরী।
অন্যদিকে, আজ শপথ নেবেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের মামনুন ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে শপথ নেবেন তিনি। পেশাগত ও পারিবারিক কাজে এই চিত্রনায়ক এত দিন শপথ নিতে পারেননি। ইমন বলেন, ‘নির্বাচন ঘিরে টানা শুটিং বন্ধ রেখে প্রচারণায় ব্যস্ত ছিলাম। সেই কাজগুলোর শিডিউল ভোটের পর দিতে হয়েছে। এ ছাড়া পারিবারিক অনুষ্ঠানের কারণে ঢাকার বাইরে থাকতে হয়েছে। সবমিলে শপথ নেওয়া হয়ে ওঠেনি।’