শিরোনাম :

একদিনে রেকর্ড ১৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে, দুজনের মৃত্যু

একদিনে রেকর্ড ১৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে, দুজনের মৃত্যু
Admin

চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ১০ জুন একদিনে ১৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার জানিয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৯ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের। চলতি জুন মাসে এ নিয়ে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

অধিদপ্তর জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৮৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৩ জন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৩ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৪৯৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১০৬ জন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২১০ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন দুই হাজার ৫৮৩ জন।