ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মৃত্যু হয়েছে, যার বয়স হয়েছিল ৮৬ বছর।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইতালির মিলানের সান রাফায়েল হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু হয়।
চলতি বছরের এপ্রিলে ফুসফুসের সংক্রমণের চিকিৎসা নিয়েছিলেন বেরলুসকোনি। এর সঙ্গে তার দীর্ঘদিনের লিউকেমিয়ার সম্পর্ক ছিল।
বিলিয়নেয়ার ও গণমাধ্যমের মালিক বেরলুসকোনি প্রথমবার প্রধানমন্ত্রী হন ১৯৯৪ সালে। পরে ২০১১ সাল পর্যন্ত চারটি সরকারে নেতৃত্ব দেন তিনি।
মধ্য ডানপন্থি দল ফোরজা ইতালিয়ার প্রধান ছিলেন বেরলুসকোনি। দলটি প্রধানমন্ত্রী জরজা মেলোনির নেতৃত্বাধীন জোট সরকারের শরিক।
বেরলুসকোনির মৃত্যুর খবর শুনে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, তার মৃত্যুতে ব্যাপক শূন্যতা সৃষ্টি হয়েছে।
টুইটবার্তায় লিখেন, ‘একটি যুগের অবসান…বিদায় সিলভিও।’