ব্রাজিলের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় এক ছাত্রী নিহত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলে পারানা রাজ্যে সোমবারের এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে এএফপি।
বন্দুক হামলায় নিহত হওয়া ছাত্রীর বয়স ১৬ বছর। আহতের বয়সও একই। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পারানা রাজ্য কর্তৃপক্ষ জানায়, ২১ বছর বয়সী বন্দুকধারীও এই স্কুলের সাবেক এ শিক্ষার্থী। লন্ড্রিনা পৌরসভার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এসে তিনি তার নম্বরপত্র চেয়েছিলেন। কিন্তু পরক্ষণেই বন্দুক বের করে তিনি গুলি শুরু করেন।
রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ হামলার ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি টুইটারে লিখেছেন, ‘এমন সহিংসতায় আরেক তরুণের জীবন কেড়ে নেয়া হয়। এ ধরনেরর ঘৃণিত কর্মকান্ড আমরা আমাদের স্কুল বা আমাদের সমাজে আর সহ্য করতে পারি না।’