ইউক্রেনের মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানার সাবেক পাঁচ কমান্ডারকে তুরস্ক থেকে দেশে নিয়ে এসেছেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় শনিবার তাদের দেশে আনা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
তুরস্ক থেকে কমান্ডারদের ফিরিয়ে নেয়াকে গত বছর হওয়া বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে রাশিয়া। দেশটি তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী, আজভস্তলের সাবেক কমান্ডারদের তুরস্কে রাখার কথা ছিল আঙ্কারার। তাদের দেশে পাঠানোর বিষয়ে রাশিয়াকে অবহিত করা হয়নি।
এদিকে ইউক্রেনে রুশ হামলার ৫০০তম দিনে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় দ্বীপ স্নেক আইল্যান্ডে যান জেলেনস্কি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর দিনই দ্বীপটির দখল নিয়েছিল রাশিয়া। যদিও পরে ওই দ্বীপ ছেড়ে যান রুশ সেনারা।
গত বছর মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় থেকে তিন মাস ধরে তুমুল লড়াই চালিয়ে যান ইউক্রেনের সেনারা। সে লড়াইয়ের নায়ক হিসেবে পরিচিত পান ওই পাঁচ কমান্ডার।
তাদের ফিরিয়ে আনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমরা তুরস্ক থেকে বাড়ি ফিরছি এবং আমাদের নায়কদের বাড়ি ফিরিয়ে আনছি।’