শিরোনাম :

আফ্রিকার ৩০০ অভিবাসী নিয়ে সাগরে নিখোঁজ ৩ নৌকা

আফ্রিকার ৩০০ অভিবাসী নিয়ে সাগরে নিখোঁজ ৩ নৌকা
Admin

স্পেনে ক্যানারি দ্বীপপুঞ্জের নিকটবর্তী এলাকায় সাগরে আফ্রিকার অন্তত ৩০০ অভিবাসী নিয়ে তিনটি নৌকা নিখোঁজ হয়েছে।

সপ্তাহখানেক আগের এ ঘটনায় নিখোঁজ নৌকাগুলো উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে সোমবার কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি।

অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ওয়াকিং বর্ডারস বলছে, মাছ ধরার একটি নৌকা দক্ষিণ সেনেগালের উপকূলীয় শহর কাফাউন্টাইন থেকে যাত্রা করেছে। এই এলাকাটি টেনেরিফ থেকে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে অবস্থিত।

নিখোঁজ হওয়া অভিবাসীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে, এ নৌকা ছাড়াও একই ধরনের আরও দুটি নৌকায় বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন ওই এলাকায়।

প্রতিবেদেনে বলা হয়েছে, প্রায় ২০০ জনকে বহনকারী নৌকাটি ২৭ জুন কাফাউন্টাইন ছেড়ে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী কর্তৃপক্ষ ইফে নিউজকে জানিয়েছে, এরই মধ্যে উদ্ধারে উড়োজাহাজ ব্যবহার শুরু হয়েছে।

অন্য দুটি নৌকা সম্পর্কে রয়টার্সকে ওয়াকিং বর্ডারস-এর হেলেনা ম্যালেনো বলেছেন, একটিতে প্রায় ৬৫ জন লোক রয়েছেন, অন্যটিতে আছেন ৬০ জন। তিনটি নৌকায় সবমিলিয়ে নিখোঁজ হয়েছেন ৩০০ এর বেশি।