যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলে চেইন শপ ডলার জেনারেলে উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল ও হ্যান্ডগান দিয়ে হামলা চালিয়ে তিন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছেন শ্বেতাঙ্গ এক ব্যক্তি।
স্থানীয় সময় শনিবার চালানো এ হামলাকে বর্ণবিদ্বেষী হিসেবে আখ্যা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তিনজনের প্রাণ নেয়া হামলাকারী আত্মহত্যা করেছেন।
জ্যাকসনভিলের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান (শেরিফ) টি.কে. ওয়াটার্স সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বন্দুক হামলা বর্ণবিদ্বেষপ্রসূত এবং তিনি (হামলাকারী) কৃষ্ণাঙ্গ লোকজনকে অপছন্দ করতেন।’
ওয়াটার্স জানান, গায়ে কৌশলগত ভেস্ট পরা শ্বেতাঙ্গ পুরুষ হামলাকারীর বিস্তারিত পরিচয় শনাক্ত করা যায়নি। ভুক্তভোগী তিন কৃষ্ণাঙ্গের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
শেরিফ জানান, কর্তৃপক্ষ মনে করছে হামলায় একজন বাদে অন্য কারও ভূমিকা নেই।
তার ভাষ্য, হামলাকারীর কাছে আধা স্বয়ংক্রিয় পিস্তল ও ‘এআর-১৫’ রাইফেল ছিল। অস্ত্রে স্বস্তিকা (নয়া নাৎসিদের ব্যবহৃত চিহ্ন) ছিল।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলার আগে শ্বেতাঙ্গ ওই ব্যক্তিকে কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক প্রতিষ্ঠান এডওয়ার্ড ওয়াটার্স কলেজে দেখা যায়। সেখানে ভেস্ট ও মাস্ক পরে ডলার জেনারেল স্টোরে এসে হত্যাযজ্ঞ চালান তিনি।