শিরোনাম :

বিমান বিধ্বস্তে প্রিগোজিন নিহতের বিষয়টি নিশ্চিত করল রাশিয়া

বিমান বিধ্বস্তে প্রিগোজিন নিহতের বিষয়টি নিশ্চিত করল রাশিয়া
Admin

বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে গত সপ্তাহে ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন নিহত হওয়ার বিষয়টি রোববার নিশ্চিত করেছেন রাশিয়ার তদন্তকারীরা।

তারা জানিয়েছেন, বিমানের ১০ যাত্রীর মধ্যে ছিলেন ওয়াগনারের প্রধান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রিগোজিনের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যের আগে

রাশিয়ার বিমান পরিবহন সংস্থা বেসরকারি বিমানটির ১০ যাত্রীর নাম প্রকাশ করেছিল।

গত বুধবার মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় তিভার অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়ে। ওই বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন প্রিগোজিনের ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উৎকিনও, যিনি ওয়াগনার সেনাগোষ্ঠী প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তিভার অঞ্চলে বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে তদন্তের অংশ হিসেবে আণবিক ও জিনগত পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় নিহত ১০ জনের সবার পরিচয় চিহ্নিত হয়েছে। এর সঙ্গে ফ্লাইট শিটে দেয়া তালিকার মিল রয়েছে।

বিমান বিধ্বস্তে প্রিগোজিন প্রাণ হারিয়েছেন কি না, তা নিয়ে ওয়াগনারপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলোতে জল্পনা ছিল।

ওয়াগনারপ্রধানকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে এখনও কিছু জানা যায়নি রুশ কর্তৃপক্ষ।