ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি না করতে উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় বুধবার এ সতর্কবার্তা দেয়া হলো।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্য অস্ত্র ক্রয়-বিক্রয় সংক্রান্ত সম্ভাব্য চুক্তি নিয়ে আমেরিকা উদ্বিগ্ন।
কিরবি অস্ত্র বিক্রি নিয়ে রাশিয়ার সঙ্গে দরকষাকষি বন্ধে উত্তর কোরিয়াকে তাগিদ দিয়েছেন।
হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা বলেন, চলতি বছরের জুলাইয়ে উত্তর কোরিয়ায় গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিং জং উনের সঙ্গে বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অস্ত্র বিক্রির বিষয়ে পিয়ংইয়ংকে বোঝানোর চেষ্টা করেছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
অস্ত্র বিক্রি সংক্রান্ত গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্র কীভাবে পেয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি হোয়াইট হাউসের এ মুখপাত্র।
ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়াকে সহায়তার বিষয়ে চীনসহ প্রতিযোগী ও বিরোধীদের হুঁশিয়ার করে আসছে যুক্তরাষ্ট্র।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং উনের মধ্যে চিঠি চালাচালির দুই সপ্তাহের মধ্যে অস্ত্র ক্রয়-বিক্রয় নিয়ে মন্তব্য করলেন কিরবি।