ইউক্রেন সফরে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে দেশটির কয়েক মাস ধরে চালানো প্রতিরোধের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
তিনি কিয়েভকে আরও ১০০ কোটির বেশি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নতুন সহায়তা প্যাকেজের আওতায় সামরিক ও বেসামরিক নিরাপত্তা সহায়তা হিসেবে দেয়া হবে সাড়ে ৬৬ কোটি ডলার।
স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ-পিয়েরে জানান, নতুন সহায়তা প্যাকেজের মধ্যে থাকবে এইচআইএমএআরএস তথা হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, জ্যাভেলিন ট্যাংকবিধ্বংসী অস্ত্র, আব্রামস ট্যাংক ও অন্য অস্ত্র ব্যবস্থা।
এদিকে ইউক্রেনে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে বুধবার যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চলমান পাল্টা হামলায় গত কয়েক সপ্তাহে উন্নতি ত্বরান্বিত হয়েছে। নতুন সহায়তা একে ধরে রাখতে সাহায্য করবে। একই সঙ্গে এটি নতুন গতিবেগ তৈরি করবে।
যুক্তরাষ্ট্র থেকে আল জাজিরার রিপোর্টার রোজিল্যান্ড জর্ডান জানান, ইউক্রেনের পাল্টা হামলায় সমর্থন জোগাতে সর্বশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে।