শিরোনাম :

উত্তেজনা প্রশমনে মাল্টায় চীন-যুক্তরাষ্ট্র বৈঠক

উত্তেজনা প্রশমনে মাল্টায় চীন-যুক্তরাষ্ট্র বৈঠক
Admin

বাণিজ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি নিয়ে বিদ্যমান উত্তেজনা প্রশমনে দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

গত শনি ও রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার সঙ্গে চীনের সর্বোচ্চ কূটনীতিকের এ বৈঠক হয়।

বৈঠক শেষে সালিভান বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খোলামেলা কথা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দুই দিনব্যাপী বৈঠকে ওয়াং স্বশাসিত দ্বীপ তাইওয়ানের (যাকে নিজের অংশ মনে করে চীন) বিষয়টি উত্থাপন করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে তাইওয়ান ‘সর্বোচ্চ সীমা’, যা অতিক্রম করা যাবে না।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য চীনা আগ্রাসন মোকাবিলায় তাইওয়ানের পাশে থাকবে আমেরিকা।

বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের বিষয়টি তুলে ধরেছে যুক্তরাষ্ট্র।

এতে আরও বলা হয়, দুই কর্মকর্তা যোগাযোগের কৌশলগত এ চ্যানেল চালু রাখার পাশাপাশি বাড়তি উচ্চ পর্যায়ের যোগাযোগ ধরে রাখার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।