ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড।
স্থানীয় সময় বুধবার সকালে দেশটিতে আঘাত হানা ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে।
নিউজিল্যান্ডে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে সতর্কতাও জারি হয়নি। ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের ওপর নিউজিল্যান্ডের অবস্থান। এই দেশের জনসংখ্যা ৫০ লাখের মতো। দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানতে এবং অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়।