রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দলের হাতেগোনা কয়েকজন আইনপ্রণেতা।
স্থানীয় সময় মঙ্গলবার কেভিন ম্যাককার্থির বিরুদ্ধে এ ব্যবস্থা নেন রিপাবলিকান কংগ্রেসম্যানরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতারা স্পিকারকে সরালেন। ম্যাককার্থিকে সরানোর পক্ষে ভোট পড়ে ২১৬টি। সরানোর বিপক্ষে ভোট পড়ে ২১০টি।
স্পিকারের ওপর বিরক্ত ২০৮ ডেমোক্র্যাটের সঙ্গে যোগ দেন বিদ্রোহী আট রিপাবলিকান। তারাই স্পিকারকে দায়িত্বচ্যুত করেন, তবে ম্যাককার্থির পক্ষে ভোট দেয়া ২১০ আইনপ্রণেতার সবাই রিপাবলিকান।
দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর ম্যাককার্থি সাংবাদিকদের জানান, ফের স্পিকার পদপ্রার্থী হতে চান না তিনি।
এ আইনপ্রণেতা বলেন, ‘আমি যা বিশ্বাস করেছি, তার জন্য লড়েছি। আমি মনে করি, আমি লড়াই অব্যাহত রাখতে পারি, তবে সম্ভবত অন্য কোনো উপায়ে।’
ম্যাককার্থিকে সরানোর পর অন্তত এক সপ্তাহ নেতৃত্বহীন থাকবে প্রতিনিধি পরিষদ।
বেশ কয়েকজন রিপাবলিকান জানান, ম্যাককার্থির সম্ভাব্য উত্তরসূরি ঠিক করতে ১০ অক্টোবর বৈঠকের পরিকল্পনা করেছেন তারা।
আগামী ১১ অক্টোবর নতুন স্পিকার নির্বাচনে ভোটের পরিকল্পনা রয়েছে।