ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে দুইবার ইসরায়েলি বোমা হামলায় ২৪ ঘণ্টার কম সময়ে হতাহতের সংখ্যা বেড়ে এক হাজার ছাড়িয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরার খবরে বিষয়টি জানানো হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের অতর্কিত প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় চার সপ্তাহ ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এ সময়ে দেশটির হামলায় প্রাণ গেছে কমপক্ষে আট হাজার ৮০৫ ফিলিস্তিনির, যাদের উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার চার শর বেশি ইসরায়েলির।
জাবালিয়া ক্যাম্প নিয়ে সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় ১৯৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ১২০ জন নিখোঁজ ও কমপক্ষে ৭৭৭ জন আহত হয়।
গত মঙ্গলবার ও বুধবার জাবালিয়া ক্যাম্পে দুই দফা হামলা চালায় ইসরায়েল, যাকে ‘ভয়াবহ’ আখ্যা দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্যদিকে বৈশ্বিক সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের ভাষ্য, ‘সামঞ্জস্যহীন এসব হামলা’ যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, হামলায় লক্ষ্যবস্তু বানানো হয়েছে হামাসের এক কমান্ডারকে।