শিরোনাম :

গাজায় আড়াই মাসে ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজার

গাজায় আড়াই মাসে ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজার
Admin

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত প্রায় আড়াই মাস ধরে ইসরায়েলের অব্যাহত হামলায় কমপক্ষে ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

গাজার শাসক দল হামাসের গণমাধ্যম কার্যালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

ইসরায়েলকে লক্ষ্য করে বিপুল রকেট ছোড়ার পর গত ৭ অক্টোবর সকালে দেশটিতে ঢুকে স্থল হামলা চালায় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। ওই হামলায় ইসরায়েলের হিসাব অনুযায়ী প্রায় এক হাজার ১৪০ ইসরায়েলি প্রাণ হারায়।

হামাসের হামলার জবাবে গাজায় ওই দিনই বোমা হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। মাঝে কয়েক দিন যুদ্ধবিরতি চললেও ফের আকাশ থেকে বোমাবৃষ্টি ছুড়ছে সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রটি। এর সঙ্গে যোগ হয়েছে গাজায় ঢুকে ইসরায়েলের স্থল অভিযান।

দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলের এসব হামলা থেকে রেহাই পায়নি স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, ধর্মীয় উপাসনালয়ের মতো বেসামরিক স্থাপনা। এ কারণে প্রাণ হারানো ফিলিস্তিনিদের উল্লেখযোগ্য অংশ শিশু ও নারী।

আল জাজিরা বৃহস্পতিবার জানায়, ইসরায়েল সর্বশেষ গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর একটি হাসপাতালের কাছে এবং উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে।