গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় অন্তত ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরে গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় ২৪১ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও ৩৮২ ফিলিস্তিনি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হামাস ও ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু এবং মহিলা।