শিরোনাম :

জাপানে ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধারকাজ

জাপানে ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধারকাজ
Admin

জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

দেশটির হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, সোমবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানের ইশিকাওয়া অঞ্চলে প্রায় ৪৫ হাজার ৭০০ পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে।

ভূমিকম্পে ইশিকাওয়াতে ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তোয়ামা এবং নিগাতাসহ আরও চারটি অঞ্চলে আহত হয়েছে অনেকে। আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে এক হাজার কর্মী।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিনোরু কিহারা সোমবার সাংবাদিকদের বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধারকাজে সহায়তা করার জন্য এক হাজার সামরিক কর্মী প্রেরণ করেছে। ইতোমধ্যে এসব অঞ্চলের প্রায় ৫১ হাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার প্রথম আঘাত হানার পর এক দিনে ১৫৫টি কম্পন শনাক্ত করা হয়েছে। আগামী দিনে আরও শক্তিশালী ধাক্কা আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া সংস্থা। জাপান সাগরের উপকূলীয় প্রিফেকচার ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামাতে সুনামি সতর্কতা জারি করেছে সংস্থাটি।

এ ছাড়া রাশিয়া ও উত্তর কোরিয়ার কিছু এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

জাপানে আঘাত হানা ভূমিকম্প দেশটির পশ্চিম উপকূল এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়া বরাবর প্রায় ১ মিটার জল তরঙ্গ ছড়িয়েছে।